ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

সরকার ইচ্ছাকৃতভাবে সেবার ব্যাঘাত ঘটাচ্ছেন

স্টাফ রিপোর্টার
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
mzamin

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নেন ইশরাক নিজেও। 

গতকাল দুপুর ১টার দিকে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করেন ইশরাক। এর আগে তিনি নগর ভবনের সেবা কার্যক্রম ব্যাঘাতের পেছনে সরকারকে দায়ী করেন এবং দাবি করেন সরকার সেবার ব্যাঘাত ঘটিয়ে দায় তার ওপর বর্তানোর চেষ্টা করছেন। ইশরাক বলেন- আমরা জানতে পেরেছি, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদে স্বাক্ষর না করার নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। তারা ইচ্ছাকৃতভাবে সেবায় ব্যাঘাত ঘটাচ্ছেন ও দায়ভার আমাদের ওপর চাপানোর চেষ্টা করছেন। নাগরিকদের সেবা দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। আমাদের এই আন্দোলনের মধ্যেও জরুরি সেবা কার্যক্রম সচল রেখেছি। কিন্তু আমরা খবর পেয়েছি, সরকার, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করপোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার নির্দেশ দিয়েছেন।  

ইশরাক বলেন, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। কীভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় তারা লিপ্ত হয়েছে। 
পরে ইশরাক দক্ষিণ সিটিতে মশক নিধন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে বলেন, আমাদের আন্দোলন চলমান থাকলেও নাগরিক জরুরি সেবাগুলোও আমাদের তত্ত্বাবধানে চলমান আছে। আমরা চাই কোনোভাবেই যেন নাগরিক দুর্ভোগ না হয়। সামনে ডেঙ্গুর মৌসুম আসছে, ফলে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে আমরা আজ এই কার্যক্রম উদ্বোধন করছি। এরআগে সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদের অভিযোগের বিষয়ে ইশরাকের জবাব- স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার একটি গণমাধ্যমে ইশরাক হোসেনের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। আসিফ মাহমুদের মন্তব্যের বিষয়ে ইশরাক হোসেন বলেন,  আসিফ মাহমুদ বলেছেন, আমি নাকি আইন ভেঙেছি, ফৌজদারি অপরাধ করেছি। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আমি যদি সত্যিই কোনো অপরাধ করে থাকি, তাহলে সরকারে থেকেও আপনারা কেন আমার বিরুদ্ধে মামলা করেননি? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেপ্তারের নির্দেশ দেননি? আমরা এসব হুমকি ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করেছি, কারাবরণ করেছি, গুম হয়েছি, নির্যাতিত হয়েছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবকিছু সহ্য করেছি। আসিফ মাহমুদকে ইঙ্গিত করে ইশরাক বলেন, আপনার মতো অপরিপক্ব উপদেষ্টারা আমাদের সঙ্গে কথা বলবেন, এটা ভাবাটাও আমাদের জন্য অপমানজনক।

পাঠকের মতামত

এই অর্বাচীন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে যা করছে তা রাষ্ট্রদ্রোহিতা। একে গ্রেফতার করা হোক। তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু উন্মত্ততা নয়।

বাংলাদেশ
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৯ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status