অনলাইন
২৪ ঘণ্টায় করোনায় নতুন ১৫ রোগী শনাক্ত
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ১৫ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫০০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ১১ দশমিক ১৯ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।
পাঠকের মতামত
TESTING KOM KORE DILE ARO KOM RUGI HOBE . TATE DESHER NAM BHALO THAKBE .