খেলা
ছয় বছরের মধ্যে সেরা র্যাঙ্কিংয়ে নারী ফুটবল দল
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে র্যাঙ্কিংয়ে সুখবর পেলো বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে ১২৮ নম্বরে। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫।
গত ২৬শে মে জর্ডান সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ৩১শে মে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করার পর ৩রা জুন ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গেও ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো করাতেই বলার মতো এগিয়েছে বাংলাদেশ।
ছয় বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। ২০১৯ সালের মার্চে ১২৭ নম্বরে থাকা বাংলাদেশ ২০২২ সালে নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৪৭ নম্বরে। দেশের নারী ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক ১০০ নম্বরে উঠেছিল বাংলাদেশ।বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়ার মেয়েরা এক ধাপ পিছিয়ে নেমেছে ৯৫ নম্বরে। জর্ডানও পিছিয়েছে এক ধাপ, নেমেছে ৭৫-এ। নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এক থেকে তিনে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা নারী ফুটবল দলের অবস্থান ৩২তম।