অনলাইন
ভারতে বিমান বিধ্বস্ত
শেষ মুহূর্তে বিপদবার্তা দিয়েছিলেন পাইলট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানটি বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার মিনিট খানেকের মধ্যে ভেঙে পড়ে। ৬২৫ ফুট ওঠার পরেই বিমানটি হঠাৎ নিচের দিকে নামতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাঢিক কন্ট্রোল এটিসি সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানের পাইলট শেষ মুহূর্তে বিপদবার্তা পাঠিয়েছিলেন। বিমানের পরিভাষায় একে বলে মে ডে কল। তবে এটিসি প্রযোজনীয় পদক্ষেপের জন্য নির্দেশ দেয়ার মধ্যেই বিমানটি একটি আবাসিক বাড়ির উপরে ভেঙে পড়ে। এর পর প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বিমানটিতে আগুন ধরে যায়। বিমান বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘ যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি ছিল। ফলে সহজেই সব ঝলসে গেছে। ফলে বিমানের কারও বাঁচার আশা নেই বলেই মনে করা হচ্ছে। এমনকি যে আবাসনের উপরে বিমানটি ভেঙে পড়েছে সেটির বাসিন্দাদেরও মৃত্যুর সম্ভাবনা প্রবল। সেনাবাহিনী, পুলিশ, আধাসামরিক বাহিনীসহ বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
বিমান বিধ্বস্ত হওয়ার ৫ ঘণ্টা পরেও নিশ্চিতভাবে জানা যায়নি বিমানটি কিভাবে দুর্ঘটনায় পড়ে। তবে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডারের তথ্য থেকে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় উঠেছিল। স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এয়ার ইন্ডিয়া সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, আহমেদাবাদ-লন্ডনগামী বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেটি ভেঙে পড়ে বলে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করে জানিয়েছে বিমানটিতে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন বিমানের ক্রু ছিলেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিমানের যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগাল ও ১ জন কানাডার নাগরিক ছিলেন।