অনলাইন
ভারতে বিমান বিধ্বস্ত, বহু ইন্টার্ন চিকিৎসকের মৃত্যুর শঙ্কা
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেকঅফের পরেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI171 নামের বিমান। দুই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উঠে আসছে নয়া তথ্য। বিমানটি মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ইউজি হস্টেল মেসের উপর ভেঙে পড়েছে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে পাওয়া খবরে জানা যায়, একধিক মেডিক্যাল ইন্টার্নের মৃত্যুর আশঙ্কা রয়েছে এতে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( FAIMA) এক্স এ এক বিবৃতিতে বলেছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের বিধ্বস্ত হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। বিজেএমসি, হোস্টেলে বিমানটি ভেঙে পড়ে। সেখানে অনেক এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। বিষয়টি ভয়াবহ হয়ে উঠেছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সাহায্যের জন্য প্রস্তুত।
তবে হতাহতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, অনেক শিক্ষার্থীর খোঁজ মিলছে না। রাজ্য পুলিশ কন্ট্রোল রুম নিশ্চিত করেছে যে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI171 বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছিল। এটি একটি বোয়িং 787 ড্রিমলাইনার ছিল। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) তিনটি দলকে, যার মধ্যে ৯০ জন কর্মী রয়েছেন, গান্ধীনগর থেকে বিমান দুর্ঘটনাস্থলে স্থানান্তরিত করা হয়েছে।
এনডিআরএফ জানিয়েছে, ভাদোদরা থেকে আরও তিনটি দল স্থানান্তরিত করা হচ্ছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন -'আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। এটি একটি হৃদয়বিদারক বিপর্যয়। এই অবর্ণনীয় শোকের মুহূর্তে গোটা দেশ ক্ষতিগ্রস্তদের পাশে আছে । '
সূত্র : cnbctv18