অনলাইন
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার ষোলো আনা প্রভুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে-এমন পরিস্থিতিতে ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক অত্যন্ত জরুরি। বৈঠকে নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।’’
এ সময়ে বিদেশে পাচারকৃত অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারী আওয়ামী লীগের দোসরদের বিচার করার দাবি জানান রিজভী।
পাঠকের মতামত
আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারগুলি সেরে ফেলেন।আপনাদের কারনেই(বিএনপি)নির্বাচন দেরী হচ্ছ।১৭বছর ভোট দিতে পারিনাই।