শেষের পাতা
ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি, যুবদলকর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে আটক ছাব্বির হোসেন খোকা নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ যুবদলকর্মী মামুন ভূঁইয়া (৩৬) মারা গেছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন মামুন। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে মাঝিপাড়া এলাকার মানুষ আটক করে পুলিশে খবর দেয়। এদিকে খোকাকে আটকের সংবাদ পেয়ে তার বন্ধু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে ওই গ্রামে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয় এলপিজি গ্যাসের ব্যবসায়ী মামুন ভূঁইয়া। পরে গুরুতর আহত মামুনকে হাসপাতালে নেয়া হলে রাতে মৃত্যুবরণ করেন।
নিহত মামুনের বড়ভাই বাদল ভূঁইয়া জানান, খোকাকে আটকের খবর পেয়ে বাবু ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় লোকজন দিশাহারা হয়ে ছুটাছুটি শুরু করে। ঘটনার সময় নিহত মামুন একটি এলপিজি বোতল গ্যাস গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সে অবস্থায় তাকে গুলি করে হত্যা করে বাবু। তিনি বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হবার পরপরই মামুন এলাকায় সন্ত্রাসের রাজত্ব শুরু করে। সে শিল্পকারখানায় চাঁদাবাজি, জমিদখল, অস্ত্র বহন, মাদক কারবার থেকে শুরু বহু অপকর্মে জড়িয়ে পড়েন। তাকে স্থানীয় বিএনপি’র একটি পক্ষ সরাসরি শেল্টার দিতো। তিনি তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে। জড়িত একজনকে আটক করেছেন তারা। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, মামুন হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকায় বুধবার অভিযুক্ত বাবুকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু মানবজমিনকে বলেন, সন্ত্রাসীদের কখনো দলীয় পরিচয় থাকতে পারে না। অভিযুক্ত বাবু জেলা ও উপজেলার কোনো সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে কখনো ছিল না। সে দলের নাম ব্যবহার করে সন্ত্রাসী ও নৈরাজ্য চালিয়ে আসছিল। তিনি আইনের মাধ্যমে বাবুসহ জড়িত সকলের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
পাঠকের মতামত
Babu must be prosecuted, he is a criminal, culprit, his political identity doesn't matter. BNP or Chatro Dal can't take his responsibility.
ওরা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে আল্লাহই মালুম।।
ধিক্কার জানানোর ভাষা নেই। এই দল আবার নির্বাচন চায়,ক্ষমতায় যাবে বলে।
ওরা যে একই চরিত্রের - আর প্রমাণ লাগবে?
বাবুর ফাসি চাই,এই কুলাঙ্গারকে আজীবনের জন্যে বহিষ্কার করা উচিৎ