শেষের পাতা
হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে কিশোরের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আরিফ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফ হাটহাজারী থানাধীন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠের পাশে ভাড়াটিয়া মোহাম্মদ আবু ফায়েজের পুত্র। তারা পরিবার নিয়ে দীর্ঘ ৮ বছর ধরে সন্দ্বীপ কলোনিতে বসবাস করলেও তাদের নিজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে। সে দিনমজুরের কাজ করে।
নিহতের মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তার তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে আরিফ তৃতীয় এবং পরিবারের রুজি রোজগারের একমাত্র মাধ্যম আরিফ। তাকে হারিয়ে তার মা আর্তনাদ করে বারবার বলছে আমার এতবড় সংসার কে দেখবে। আমার নিরীহ ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। প্রত্যক্ষদর্শী স্থানীয় ছাত্রনেতা মোহাম্মদ সুমন বলেন, ভূমিদস্য ও এলাকার ত্রাস সুমন বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে স্থানীয় ছাত্রনেতা সাখাওয়াতের ওপর আক্রমণ করতে গেলে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দাঁড়িয়ে থাকা কিশোর আরিফের পেটের মাঝখানে গুলি ঢুকলে আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়দের ধাওয়ায় সুমন গ্রুপের অনুসারীরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউ’র সিট খালি না থাকায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার ভোরে আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।