খেলা
ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেই হারানো ব্রাজিল আজ প্যারাগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশ্বকাপের টিকিট আর ঘরের মাঠে কার্লো আনচেলোত্তির অভিষেক, সবমিলিয়ে ম্যাচটি ছিল সেলেসাওদের মহাগুরুত্বপূর্ণ। সেভাবেই খেলেছে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্যারাগুয়েকে কোণঠাসা করে রাখলো ব্রাজিল। তার মধ্যে একটি সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করলেন ভিনিসিয়ুস জুনিয়র। ১-০ গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই স্কোরলাইন যদিও ম্যাচের চিত্রকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারছে না। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ছন্নছাড়া পারফর্মেন্স নিয়ে আলোচনা হয়ে অনেক, যার মধ্যে কেন্দ্রবিন্দুতে ছিল দলের আক্রমণভাগের দুর্বলতা নিয়ে। সে ম্যাচ স্রেফ ৩টি শট নেয়া ব্রাজিল আজ গোলের দিকে ১১টি শটের মধ্যে লক্ষ্যেই রাখে ৪টি। ৫টির মধ্যে স্রেফ ১টি শট লক্ষ্যে রাখতে পারে সফরকারী দল। ম্যাচজুড়ে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখা সেলেসাওদের সামনে সুযোগ আসে অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ভেনেজুয়েলার হারে। অ্যারেনা করিন্থিয়ান্সে আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে ব্রাজিল। কার্ডের কারণে আগের ম্যাচে বাইরে থাকা রাফিনহা এদিন ভীতি ছড়াতে থাকেন রাইট উইং দিয়ে। ৩৫তম মিনিটে একটি সুবর্ন সুযোগ হাতছাড়া করে স্বাগতিক দল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে হেডে বাইরে পাঠিয়ে দেন কুনহা। বিরতির বাঁশি বাজার ঠিক এক মিনিট আগে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন ভিনিসিয়ুস। ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠতে গিয়ে তিন প্রতিপক্ষের সামনে বলের নিয়ন্ত্রণ হারান রাফিনহা। পেছন থেকে ছুটে আসা কুনহা অনেকটা এগিয়ে গিয়ে গোলপোস্টের সামনে ক্যাটব্যাক করেন। দৌড়ে এসে ট্যাপ-ইনে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। মাঠে ফিরে শুরুটা মন্থর হলেও পরে ভালো কিছু সুযোগ তৈরি করে ব্রাজিলিয়ানরা। এ সময়ে কয়েকবার আক্রমণে উঠে ব্রাজিলকে বিপদে ফেলতে চাইলেও, আনচেলোত্তির রক্ষণভাগ ভাঙার মতো যথেষ্ট শক্তি দেখাতে পারেনি প্যারাগুয়ে। ৫৯তম মিনিটে ব্রুনো গিমারেসের হেড অল্পের জন্য গোলে পরিণত হয়নি। ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়াতে আক্রমণের গতি অনেকটাই বাড়িয়ে দেয় স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ভিনির এক গোলের জয় নিয়েই বিশ্বকাপের টিকিট কাটে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। সমানসংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে চিলি।