ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

জরিমানার পর স্যামির দাবি, আম্পায়ার ভুল স্বীকার করেছেন

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ২:২৩ অপরাহ্ন

mzamin

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে আম্পায়ার নিয়ে কড়া সমালোচনা করে জরিমানা গুনেছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। আগামীকাল লাল বলের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামার আগে স্যামি জানালেন, বিতর্কিত সিদ্ধান্তগুলোর পর কিছু ভুল স্বীকার করেছেন আম্পায়াররা। ওই আম্পায়ারকে নিয়ে মনের ভেতর কোনো ক্ষোভ পুষে রাখেননি বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক অধিনায়ক। 

বার্বাডোজ টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টককে নিয়ে তুমুল সমালোচনা করায় স্যামির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। কোচ হিসেবে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ৪১ বছর বয়সী তারকা। আগামীকাল সেন্ট জর্জেসে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। আগের দিন সংবাদ সম্মেলনে স্যামি জানালেন, এ ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে তার আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমি সেদিন বলেছিলাম, সংবাদ সম্মেলনে যে ধরণের প্রশ্ন ছুটে যাবে, আমি আমার কোনো ক্রিকেটারকে সেখানে পাঠাতে চাই না। এরপর (ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে) আমাদের আলোচনা হয়েছে। কিছু বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন। ভুল মেনে নেয়ার কিছু ব্যাপারও ছিল।’ আগের মন্তব্যে স্যামি দাবি করেন, ইংল্যান্ড সফর থেকে আম্পায়ার হোল্ডস্টক তাদের পেছনে লেগে আছেন। জরিমানা জন্য বড় ভূমিকা ছিল এই মন্তব্যের। বাকি দুই টেস্টে মাঠ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন হোল্ডস্টক। আগের সব ভুলে আগামীর জন্য এই দক্ষিণ আফ্রিকার আম্পায়ারকে শুভেচ্ছা জানিয়ে স্যামি বলেন, ‘আমি ক্ষোভ পুষে রাখি না। যা দেখেছি, সেটির ভিত্তিতেই মন্তব্য করেছি। তাই আমাকে শাস্তি পেতে হয়েছে। সত্যি বলতে, অ্যাড্রিয়ানকে (হোল্ডস্টক) সবটুকু শুভকামনা জানাই। আমরা সবাই মানুষ। আম্পায়ারদের বিপক্ষে আমার ব্যক্তিগত কিছু নেই। আমি সত্যিই চাই যাতে তিনি খুব ভালো একটি ম্যাচ কাটাতে পারেন।’ 

এর আগে গত শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিন হোল্ডস্টকের কিছু সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেন স্যামি। এমনকি দিনের শেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে এ কারণে ব্যাখ্যাও চান এই তিনি। কিছু সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে সুর মেলান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status