খেলা
‘রাজনৈতিক কারণে’ ভারতের বাংলাদেশ সফরে সবুজ সংকেত নেই দিল্লির
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

চলতি বছরের আগস্টে সাদা বলের দু’টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে আড়াই মাস আগে ঘোষিত পূর্ণাঙ্গ সূচির সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ সফরে আসার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এখনও সবুজ সংকেত দেয়নি কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোমবারের এক সভায় এ ব্যাপারে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসুলাম বুলবুলও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ই আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। সূচি মোতাবেক, ১৭ই আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার কথা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তবে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘রাজনৈতিক কারণে’ বিসিসিআইকে যে বাংলাদেশ সফরের অনুমতি দেয়া হচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্রমতে, বাংলাদেশ ও ভারতের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে এই সফর ইতিবাচক বার্তা দিতে পারে না, এমনটাই ভাবছে দিল্লি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর জানিয়েছে বিবিসিকে। গত মাসে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্য ও সাম্প্রতিক কিছু কূটনৈতিক ঘটনার কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। ওই মন্তব্যের সঙ্গে যে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই তা আগেই জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবুও সংবাদমাধ্যমটি জানায়, ‘এফটিপির (ফিউচার ট্যুর প্ল্যান) অংশ হলেও বর্তমান পরিস্থিতিতে সফর স্থগিত হবার সম্ভাবনাই বেশি।’ মে মাসে টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সফরের বিষয়ে ইতিবাচক অবস্থান নেই বিসিসিআইয়েরও।
এরই ধারাবাহিকতায় সোমবার বিসিবির পরিচালনা পরিষদের এক সভায় সভাপতি বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শীঘ্রই হয়তো আমরা জানাতে পারব (সিরিজটি নিয়ে) কী হচ্ছে। ইতিবাচক আলোচনাই হচ্ছে।’ পূর্ব নির্ধারিত সময়েই সিরিজটি মাঠে গড়ানোর আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা আগের সূচি অনুযায়ী সিরিজটি আয়োজন করতে চাই। ভারত যদি আগস্টে না আসে, তাহলে ভবিষ্যতে ফাঁকা সময়ে সিরিজটি আয়োজনের চেষ্টা করা হবে।’ তবে এই সফর অনিশ্চয়তার কারণ হিসেবে বিসিবি প্রেসিডেন্ট তখন কিছু জানাননি।
পাঠকের মতামত
ICC must take action against India but it wouldn't , cause it is Indian Cricket council .