বিনোদন
‘আমার ভিসা পাঁচবার প্রত্যাখ্যাত হলো’
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের আলো ছড়িয়েছেন ভারতেও। কান চলচ্চিত্র উৎসবেও তার অভিনীত ছবি প্রশংসা কুড়িয়েছে। এদিকে, শিল্পীদের মধ্যে জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সরব থাকাদের মধ্যে অন্যতম তিনি। তবে, সাম্প্রতিক সময়ে দেশের বেশকিছু ঘটনা নিয়ে বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবার সম্প্রতি আরও কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন এ অভিনেত্রী। নানা সময়ে তাকে নানা গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আখ্যা দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে ও আগের বেশকিছু ঘটনা। বাঁধন সোশ্যাল মিডিয়ায় লিখেন, ২০২১ সালে যখন বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত ‘র’ এজেন্ট। সিনেমায় সহ-অভিনেতা হিসেবে ছিলেন টাবু। কিন্তু এরপরই ঘটনা মোড় নেয়, যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেয়া হলো। আমার ভিসা পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যাত হলো। কারণ হিসেবে তারা ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই, আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে। এরপর জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইয়ের এজেন্ট এবং ইউএসএইড থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়াত কর্মী। কারণ, আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করেছি। এরমধ্যে আবার আমাকে বলা হয় আমি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারো ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’- এর এজেন্ট বলা হলো। হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কী ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না। এবং মনে করে কেউ দেশকে ভালোবাসে না।