বিনোদন
স্বর্ণপাম জিতলেন জাফর পানাহি
বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৫, সোমবার
২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে প্রত্যাবর্তন করেই সেটি স্মরণীয় করে রাখলেন ইরানি পরিচালক জাফর পানাহি। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার পর ঘোষণা করা হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায়, স্বর্ণপাম জিতেছে জাফর পানাহির সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’। পুরস্কার গ্রহণ করে পানাহি সব ইরানির প্রতি আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য ভুলে এক হয়ে স্বাধীনতার জন্য কাজ করতে।