বিনোদন
আতঙ্ক আর রহস্যের গল্প
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার
একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও। অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তী অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। ২২শে মে রাত ৮টায় সিনেমাটির ২ মিনিট ১৯ সেকেন্ডের যে ট্রেলার প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট, নীল ছবির র্যাকেটকে ঘিরে তৈরি এই থ্রিলার এবার ঈদে আসছে আলো ছাপিয়ে অন্ধকারের গল্প বলতে।