বিনোদন
কানে ইতিহাস গড়লো ‘আলী’
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার
বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ এবার ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছবিটির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি) হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জন্য এমন ঘটনা এই প্রথম। ছবিটি মাত্র ১৫ মিনিটের। ২২শে মে বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সিনেমাটি দেখানো হয়। আর তখন এটি প্রশংসিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। উপকূল অঞ্চলের এক কিশোর আলী, যিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র। এই আলী কঠোর প্রথার ভেতরে বেড়ে উঠেছে। যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে, সেখানে আলী নিজেই গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তার এই সরল আকাঙ্ক্ষার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা। আর এই নিষেধ লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে প্রশ্ন তোলে। ছবিটির পরিচালক আদনান দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করেছেন। ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করেছেন তারা। টানা পাঁচদিন কাজ করার পর শুটিং শেষ করেন। আদনান আল রাজীব বলেন, ‘আলী’ এমন একটি গল্পের সিনেমা, যেখানে একজন আলী প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। নীরবেই যে তার সংগীতচর্চা চালিয়ে যান। আলীর মতো এমন মেধাবী গায়কদের উৎসর্গ করছি আমার এই সিনেমা, যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন এবং নীরবে তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।