ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘আমাকে ৩-৪ বার চড় মারেন রাজস্থান রয়্যালস মালিক’

স্পোর্টস ডেস্ক

(২ বছর আগে) ১৪ আগস্ট ২০২২, রবিবার, ৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫২ অপরাহ্ন

mzamin

নিউজিল্যান্ড ক্রিকেটে বর্ণবাদ নিয়ে রস টেইলরের মন্তব্য আলোড়ন ফেলেছে ক্রিকেটে দুনিয়ায়। এবার আরেক বোম ফাটালেন তিনি। নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ টেইলর বলেছেন, আইপিএল খেলতে এসেও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন। 
ভারতীয় প্রিমিয়ার লীগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রস টেইলর। রাজস্থান রয়্যালসে খেলার সময় একটি ম্যাচ রান করতে না পারায় চড় খেতে হয়েছিল তাকে। 

২০০৮ থেকে ২০১০ পর্যন্ত টেইলর খেলেন রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ২০১১ সালে নিলাম থেকে তাকে ১০ লাখ মার্কিন ডলারে কিনে নেয় রাজস্থান। ১২ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে ১৮১ রান করেছিলেন তিনি। 

টেইলর বলেন, ‘২০১১ সালে মোহালিতে একটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় রাজস্থান রয়্যাল মালিক আমার গালে ৩-৪টি চড় মারে। তিনি বলেছিলেন, ‘শূন্য রানে আউট হওয়ার জন্য তোমার পেছনে এক মিলিয়ন খরচ করিনি’ এবং তিনি হাসছিলেন। চড়টা যদিও শক্ত ছিল না। কিন্তু পেশাদার ক্রীড়া পরিবেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা আমার কল্পনাতেও ছিল না।’

রস টেইলরের মন্তব্য নিয়ে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিজের আত্মজীবনী ‘রস টেইলর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বইয়ে তিনি লিখেছেন, নিউজিল্যান্ডে ক্রিকেট শেতাঙ্গদের খেলা। নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। অন্য সতীর্থরা কীভাবে বর্ণবাদের শিকার হয়েছেন, সেসব ঘটনারও উল্লেখ রয়েছে বইয়ে।
রস টেইলর লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ক্রিকেট সাদাদের খেলা। ক্যারিয়ারে বেশির ভাগ সময় (দলে) আমি যেন (বাকিদের চেয়ে) আলাদা ছিলাম, যেন ভ্যানিলা (সাদা ফুল) লাইনআপে বাদামি মুখ।’
‘ড্রেসিংরুমের টিপ্পনি অনেকভাবেই চাপ তৈরি করতো। এক সতীর্থই আমাকে বলত, রস, তুমি অর্ধেক ভালো মানুষ। কিন্তু কোন অর্ধেকটা ভালো? আমি কী বোঝাচ্ছি সেটা তুমি জানো না। কিন্তু আমি বুঝে নিতাম। জাতিগত বিষয় নিয়ে এমন সব কথা অন্য খেলোয়াড়দেরও মেনে নিতে হয়েছে।’ 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status