প্রথম পাতা
উপদেষ্টার পিএস পিও এবং এনসিপি নেতাকে দুদকে তলব
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার
সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিএ এবং এনসিপি’র সাবেক যুগ্ম সচিব গাজী সালাহ উদ্দীন তানভীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তাদের তিনজনকে দুদকে তলব করা হয়েছে। গতকাল এসব কমিটি গঠনের কথা জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তাদের তিনজনকে দুদকে তলব করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে ২০শে মে, এনসিপি’র সাবেক নেতা গাজী সালাহ উদ্দীনকে ২১শে মে এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেমকে ২২শে মে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অভিযোগ পায় দুদক। সেই অভিযোগ পাওয়ায় দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে দলনেতা করে দুই সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অপর সদস্য হচ্ছেন, উপ-সহকারী পরিচালক মিনু আক্তার সুমি।
অপরদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
এ ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাহ উদ্দীন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সেই অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।