ভারত
মণিপুরে মিয়ানমার সীমান্তে সেনাবাহিনীর গুলিতে ১০ ‘জঙ্গি’ নিহত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন

মণিপুরের মিয়ানমার সীমান্ত লাগোয়া চাঁন্দের জেলায় নিউ সামতাল গ্রামে বুধবার এক এনকাউন্টারে ১০ ‘জঙ্গির’ মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক পোস্টে জানানো হয়েছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মণিপুরের আন্তর্জাতিক মায়ানমার সীমান্ত লাগোয়া ওই এলাকায় অভিযান শুরু করে অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। এই তল্লাশি অভিযান চলাকালীন ‘জঙ্গিরা’ গুলি চালালে সেনারাও পাল্টা গুলি চালায়। আর এই এনকাউন্টারে অসম রাইফেলসের গুলিতে ১০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে।
গত ৮ মে দেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেফতার করা হয়েছে ১৩ জন ‘জঙ্গিকে’। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চীনপন্থি জঙ্গিগোষ্ঠীগুলো সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। নিষিদ্ধ সেই সমস্ত গোষ্ঠীর ‘জঙ্গিদের’ ধরতে সম্প্রতি সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ ও সেনা। এবার বুধবারের সেনা অভিযানে মণিপুরে মৃত্যু হয়েছে ১০ ‘জঙ্গির’। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে অভিযান এখনো চলছে।