ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

ডা. জুবাইদা রহমানের জামিন

স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে। গতকাল বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও এডভোকেট মো. মাকসুদ উল্লাহ্‌। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

মঙ্গলবার হাইকোর্ট ডা. জুবাইদা রহমানকে বিচারিক আদালতের দেয়া তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে ৫৮৭ দিন বিলম্ব মার্জনা মঞ্জুর করেন। ২০২৩ সালের ২রা আগস্ট ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান দুটি ধারায় তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড (৬ ও ৩ বছর, একসঙ্গে চলবে) এবং তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন। গত ৪ঠা নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এই মামলায় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। 

গত ৬ই মে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে তিনি স্বামী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছেড়েছিলেন। এর মধ্যে ১৭ বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি জুবাইদা রহমান। দেশে ফিরে আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডা. জুবাইদা রহমান।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status