ভারত
আটারি-ওয়াঘা সীমান্তে বন্দী বিনিময়, নিজ নিজ দেশে ফিরলেন দুই জওয়ান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী বিএসএফ জওয়ান ও ভারতের বিএসএফের হাতে বন্দী পাক রেঞ্জার্সের এক জওয়ান নিজ নিজ দেশে ফিরলেন। বুধবার আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্টে এই বন্দী বিনিময় হয়েছে। পাঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে সকালে মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জার মোহাম্মদুল্লাহকেও মুক্তি দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা পূর্ণমের পরিবারে এই খবর আসার পর খুশির হাওয়া বয়ে যায়। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভিডিও কল করা পূর্ণম জানান, তিনি ভালো আছেন।
গত ২৩ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পরদিন পাঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে। সীমান্তে এমন ঘটনা ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর মাধ্যমে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়া হয়। কিন্তু পেহেলগামের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়ায় পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান।
ঘটনাক্রমে গত ৩ মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘন করে প্রবেশের জন্য বন্দি হন এক পাক রেঞ্জার। তার পর বেশ কয়েক বার ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের। কিন্তু জট কাটছিল না। গত ১০ মে ভারত-পাকিস্তানের যুদ্ধ বিরতির প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশা করা হয়েছিল। অবশেষে বুধবার দুই দেশই বন্দিদের প্রত্যর্পণ করেছে তাদের দেশে।