অনলাইন
ট্রাম্পের বাণিজ্য বন্ধের বক্তব্য খারিজ করেছে ভারত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন
যুদ্ধ বিরতি না মানলে ট্রাম্পের বাণিজ্য বন্ধের বক্তব্য খারিজ করেছে ভারত । মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রকের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্য প্রসঙ্গে বলেন, অপারেশন সিঁদুর থেকে শুরু করে ১০ মের সংঘর্ষ বিরতি পর্যন্ত মার্কিন নেতাদের সঙ্গে সামরিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। কিন্তু কোনও আলোচনাতেই বাণিজ্যের প্রসঙ্গ আসেনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমাদের দীর্ঘদিনের জাতীয় স্তরে একটা অবস্থান রয়েছে যে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গে আলোচনা হলে সেটা দ্বিপাক্ষিক স্তরে হবে। এই নীতির কোনও পরিবর্তন হচ্ছে না।
সেই সঙ্গেই ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদ না থামালে সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত যেমন রয়েছে তেমনই থাকবে।
যুদ্ধ বিরতিতে কোনো মধ্যস্থতাযর প্রসঙ্গে জয়সোয়াল জানিয়ে দেন, ভারতের সেনার শক্তিতেই পাকিস্তান বাধ্য হয়েছে সংঘর্ষ বিরতি মেনে নিতে।
সেই সঙ্গেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন , সন্ত্রাসবাদকে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে পাকিস্তান। তিনি আরো বলেন, পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হানায় স্পষ্ট হয়েছে যে পাকিস্তান হল এই সন্ত্রাসবদের ভরকেন্দ্র।
পাকিস্তানের প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন স্যাটেলাইট ছবি পাওয়া যায় এটা আপনারা সকলেই জানেন। পাকিস্তান যেখানে বলছে হামলা করেছে সেই জায়গাগুলি দেখে নিন। আর আমরা যেগুলি ধ্বংস করেছি সেগুলি দেখে নিন। বাড়লেই স্পষ্ট হবে বিষয়টি।