অনলাইন
২৫ সাংবাদিক পেলেন সড়ক নিরাপত্তা বিষয়ক ফেলোশিপ
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

দেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। সংস্থাটি দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিককে সড়ক নিরাপত্তাবিষয়ক ফেলোশিপ দিয়েছে। স্ট্রেনদেনিং রোড সেইফটি লেজিসলেশন অন কি বিহেভিয়ারিয়াল রিস্ক ফ্যাক্টরস ইন বাংলাদেশ থ্রু মিডিয়া ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফেলোশিপ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা সড়ক দুর্ঘটনার মানবিক, সামাজিক ও অর্থনৈতিক দিক তুলে ধরতে ৭৫টি প্রতিবেদন তৈরি করবেন। মঙ্গলবার রাজধানীর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এই ফেলোশিপ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা ও কনটেন্ট তৈরিতে সহায়তা দেওয়ার কথা জানানো হয়। ফেলোদের গাইড করতে থাকছেন ৬ জন অভিজ্ঞ সাংবাদিক, যারা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিএনএনআরসি জানায়, দেশের গণমাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন বাড়ানো, জনসচেতনতা সৃষ্টি এবং সরকারের নীতিনির্ধারকদের সহায়তা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। তারা আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
উল্লেখ্য, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকার ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুযায়ী ২০২৭ সালের মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সালে যাত্রা শুরু করে বিএনএনআরসি। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এর বিজয়ী