অনলাইন
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫২ অপরাহ্ন
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাত সাড়ে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম, কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হবে। এদিকে, রাত পৌনে ১০টার দিকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তিনজনকে অব্যাহতি দিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে উপাচার্য শুচিতা শরমিনের অপসারণ দাবিতে উত্তাল হয়ে উঠে বরিশাল বিশ্ববিদ্যালয়। সোমবার রাত থেকে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে ৫জন অসুস্থ্য হয়ে পড়ে। দাবি আদায়ে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ ছাত্ররা। পদত্যাগ করেন ববির ৪ শিক্ষক । শিক্ষার্থীদের আন্দোলন আর শিক্ষকদের পদত্যাগে অচল হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের একমাত্র বিশ্ববিদ্যালয়টি। সোমবার রাত ১১টা থেকে অনশন শুরু করা শিক্ষর্থীদের মধ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ৫জন অসুস্থ হয়ে পড়ে বলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজীন হোসেন জানিয়েছেন। মেডিকেল অফিসার মো. তানজীন হোসেন বলেন, বর্তমানে তীব্র গরম থাকায় শরীরে পানিশুন্যতার কারণে চারজনকে আইভি স্যালাইন দেওয়া হয়েছে। এছাড়াও এক শিক্ষার্থীর জ্বর হওয়ায় তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের অপসারণ দাবিতে সোমবার ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে রাত পৌনে ৯টায় প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রশাসনিক পদ থেকে চার শিক্ষক পদত্যাগ করেন। উপাচার্য বিরোধী ছাত্র-শিক্ষক আন্দোলনের মধ্যে মঙ্গলবার তারা অতিরিক্ত দায়িত্ব থেকে উপাচার্যের কাছে পদত্যাগ করেন। তারা প্রত্যেকেই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন। পদত্যাগকৃত শিক্ষকরা হলেন সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গেস্ট হাউসের পরিচালক এবং শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা। শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশনের পর এবার ব্লকেড কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের মাধ্যমে ব্লকেড কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের অনশন কর্মসূচিও চলমান থাকে। সড়ক অবরোধের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়।