বিনোদন
নাম ভূমিকায় তুষি
স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
অনেকদিন ধরে পর্দায় দেখা যায় না অভিনেত্রী নাজিফা তুষিকে। এবার এই নায়িকা ‘রঙ্গমালা’ হয়ে পর্দায় ফিরছেন। সরকারি অনুদানে নির্মিত তুষির সেই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’। আর সেখানেই ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা যাবে তুষিকে। ছবিটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনী ঘিরে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী।