ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

স্টাফ রিপোর্টার

(৪ দিন আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৩ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেনা কেনো?

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না।’

তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।

রিজভী বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করেন তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন-এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন।’

বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।

পাঠকের মতামত

ফাজলামী বন্ধ করুন, দেশে কি লোকের অভাব পড়েছে? রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুইনা।

Md. Tofazzel Hossain
১২ মে ২০২৫, সোমবার, ১০:৫৯ পূর্বাহ্ন

BNP লীগ! চমতকার! প্রতিষ্ঠাতা : রিজভী।

পাঠক
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৯ অপরাহ্ন

Mr. রিজভী, গত শাসনের আমিলিগ ও বর্তমান বিএনপি একই ক্যাটাগরির, বিএনপির মাধ্যমে আমিলিগকে পুনর্বাসন জনতা মেনে নেবে না, আপনাদের অবস্থা অচিরেই আমিলিগের মত হবে, ১৭ বছর টাইম লাগবে না কিন্তু। আর সামনের দিকে আমিলিগের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের কাছে টেনে, তাদের সাথে নিয়ে, সরকার বিরোধী আনদোলনের খোয়াব সফল হবে না। বাংলার মানুষের শরীরে একফোটা রক্ত বিন্দু থাকলেও জনতা এই খোয়াব সফল হতে দিবে না।

সোহাগ
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫০ অপরাহ্ন

বাবার রক্ত সব সময়ই ছেলে রক্তে প্রবাহিত হয় সে যদি প্রতিবন্ধীও হয়। এবং সেই প্রতিবন্ধী ছেলেকে চিকিৎসা করে রোগমুক্ত করা হলেও বাবার নাম বদলাতে পারে না, বাবার নাম ই থেকে যায়। আওয়ামী যদি বিএনপিতে যোগ দেয়, সেখানে তারা সেই পতিত আওয়ামী বিএনপি নামেই পরিচিত হবে। যেমন, পূর্ব বাঙলার বংশভূত পশ্চিম বঙ্গের হরিরাম ?

khokon
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩২ অপরাহ্ন

রিজভী সাহেব কি নুতন বিতর্ক সৃষ্টি করে BNP আবার হাস্যকর করে তুলতে চান!

হামিদুল
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩১ অপরাহ্ন

উমার মত একজন দায়িত্বশীল প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এই ধরনের শব্দ আশা করিনি ওইখানে কোন ভালো মানুষ আছে নাকি যতসব নস্টার দল এইগুলা বলে বিগত ১৭ বছরে যারা ত্যাগী নেতা ছিল তাদের মন থেকে ভালোবাসা উঠে যাবে রিজভীর জন্য।।।

ইউসুফ
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৮ অপরাহ্ন

রিজভী সাহেবের এই ঘোষণা সমর্থন করি না।

রফিকুল ইসলাম
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৮ অপরাহ্ন

রিজভি সাহেব কি বলেছেন আগে বোঝার চেষ্টা করেন তার পর মন্তব্য করেন। রিজভি সাহেব বলেছেন যারা দীর্ঘ দিন আওয়ামী রাজনীতির সাথে জরিত না আওয়ামী কুকর্মকে ঘৃণা করেন তাদেরকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

Ahmed
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৭ অপরাহ্ন

এটা অগ্রহণযোগ্য। সু কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের সূক্ষ্ণ জাতীয়তাবাদী পরিকল্পনা

Md Anwar Sadat
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৬ অপরাহ্ন

ভর্তি বিজ্ঞপ্তি না যেন কালো টাকা সাদা করার পাঁয়তারা ???...

Khokon
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন

BNP র নাম পরিবর্তন করে BNP লীগ রাখো? শহীদ জিয়ার BNP তোমাদের পছন্দ নয়? এইতো। ভুলে যাবেন না। হাজার, হাজার ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায় নাই। এ দেশে ছাত্র জনতা শয়তান, পতিত স্বৈরাচারীনি কে উচ্ছেদ করায় আপনারা এখন কথা বলতে পারছেন?

No name
৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:২১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status