ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রতিদিন মেসিকে ‘হ্যালো’ বলি, কারণ...

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২২, শনিবার
mzamin

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) গিয়েছেন খুব বেশিদিন হয়নি; এরইমধ্যে লিওনেল মেসিতে মজেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। আর্জেন্টাইন সুপারস্টারকে প্রশংসার মালা পরিয়ে দিলেন এই কোচ। বলেন, মেসির কাছাকাছি থাকাটা তার কাছে এক আত্মিক প্রশান্তি। দলের খেলোয়াড়দের মাঝে ছোটখাটো গড়নের এ মানুষটির প্রভাব দেখে অভিভূত গালতিয়ে।

ক্লেরমঁকে ৫-০ গোলে উড়িয়ে ফরাসি লিগ ওয়ান মৌসুম শুরু হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির। ওই ম্যাচে জোড়া গোল উপহার দেন মেসি। আজ ফরাসি শীর্ষ লীগে মঁপিলিয়ের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ম্যাচের আগে মেসিকে নিয়ে কোচ গালতিয়ে বলেন, ‘(মেসি কতটা ভালো) আমি এতে বিস্মিত নই। পেশাদারিত্বে কেউ এত অসাধারণ বলেই তার রেকর্ড এতটা সমৃদ্ধ, এতগুলো ম্যাচ খেলতে পেরেছে এবং অনেকগুলো ট্রফি জিতেছে।’
বার্সেলোনা থেকে প্যারিসে গিয়ে নিজের প্রথম মৌসুমে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়তে হয়েছে মেসিকে। ৩৪ ম্যাচে করেছিলেন মাত্র ১১ গোল। কিন্তু ধীরে ধীরে নতুন ক্লাবের সঙ্গে মানিয়ে নিয়েছেন রেকর্ড ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

বিজ্ঞাপন
মেসির পারফরম্যান্সেই তার প্রমাণ মিলছে। পিএসজির জার্সিতে দুই ম্যাচেই করে ফেলেছেন তিন গোল। গালতিয়ে বলেন, ‘লিও (মেসি) সব ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। সে সদা হাসিখুশি এক ব্যক্তিত্ব। সতীর্থদের সঙ্গে ভাব বিনিময় করছে। আমাদের খেলোয়াড়দের জন্য সে বড় অনুপ্রেরণা। মাঠে তার প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করি। প্রতিদিন তাকে ‘হ্যালো’ বলি। কারণ, অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করছে সে।’

মেসির মাঝে সাফল্য পাওয়ার ক্ষুধা দেখেছেন গালতিয়ে। পিএসজি কোচ বলেন, ‘সে সবকিছু জিতেছে। যদিও একটুর জন্য বিশ্বকাপটা মিস হয়ে গেছে। কিন্তু ক্লাব পর্যায়ে এমন কোনো ট্রফি নেই যা সে জেতেনি। তার ব্যক্তিগত অর্জনও অনেক। এতকিছুর পরও সে সন্তুষ্ট নয়। আমার মনে হয় সে সুখী এবং যখন লিও হাসে, দলও হাসে। সে তার সতীর্থদের ভালোবাসা ও প্রশংসায় সিক্ত।’

অনুশীলনে ফিরলেন এমবাপ্পে
নিষেধাজ্ঞার কারণে ফরাসি সুপার কাপ খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। আর ইনজুরিতে ছিটকে যান লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচ থেকে। মঁপিলিয়ে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন ফরাসি সুপারস্টার। মেসি-নেইমারদের সঙ্গে ঘাম ঝরাতে দেখো গেছে তাকে। বৃহস্পতিবার ফুল সেশন ট্রেনিং সম্পন্ন করেন এমবাপ্পে। আজ ঘরের মাঠে তার খেলার জোর সম্ভাবনা রয়েছে। তাকে নিয়ে পিএসজির একাদশ হতে পারে এমন- জিয়ানলুইজি দোনারুম্মা, মার্কিনহস, সার্জিও রামোস, প্রেসনেল কিমপেম্বে, আশরাফ হাকিমি, মার্কো ভেরাত্তি, ভিতিনহা, মেন্ডেস, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।  

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status