অনলাইন
ভারত-পাকিস্তান উত্তেজনা
মালয়েশিয়াসহ এশিয়ার একের পর এক ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১৬ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোয় একাধিক এশিয়ান এয়ারলাইন্স ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইট বাতিল কিংবা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একযোগে বিভিন্ন বিমানসংস্থা এই ঘোষণা দেয়।
দেশটির দি স্টার অনলাইন জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্স অমৃতসরগামী সব ফ্লাইট ৭-৯ মে পর্যন্ত স্থগিত করেছে। একই সঙ্গে তাদের এমএইচ২ (লন্ডন) ও এমএইচ২২ (প্যারিস) ফ্লাইট দুটি দোহায় অবতরণ করে জ্বালানি নিয়ে পুনরায় উড্ডয়ন করেছে।
বাটিক এয়ার ৭ ও ৮ মে তারিখের লাহোর ও অমৃতসরগামী সব ফ্লাইট বাতিল করেছে। তারা জানিয়েছে, "যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।"
দি স্টার অনলাইনের অপর আরেক সংবাদে তাইওয়ানের ইভা এয়ারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধ-আক্রান্ত আকাশপথ এড়িয়ে চলার জন্য ইউরোপমুখী ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করছে। ভিয়েনাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে এসেছে এবং তাইপেই থেকে মিলানগামী ফ্লাইট ভিয়েনায় থেমে জ্বালানি নিয়ে গন্তব্যে রওনা হয়েছে।
কোরিয়ান এয়ার তাদের সিউল ইনচন-দুবাই রুটে পাকিস্তানি আকাশসীমা বাদ দিয়ে নতুনভাবে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। থাই এয়ারওয়েজও একই পদক্ষেপ নিয়েছে, যার ফলে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে।
ভিয়েতনাম এয়ারলাইন্স বলছে, তারা শিগগিরই নতুন রুট প্রকাশ করবে। চায়না এয়ারলাইন্স জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে এবং বুধবারের লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে।
তাইওয়ানের তাওইয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, সাময়িক এ পরিবর্তনের পেছনে মূল কারণ হলো ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান ও ভারতের আকাশপথের ঝুঁকি বৃদ্ধি পাওয়া।
উল্লেখ্য, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে এবং পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দুই দেশের মধ্যে গত দুই দশকে এটিই সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ।