অনলাইন
ঐকমত্য কমিশনের প্রস্তাবে সর্বোচ্চ ছাড় দেবে নাগরিক ঐক্য
স্টাফ রিপোর্টার
(১৭ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশমালা মেনে নিয়ে সর্বোচ্চ ছাড় দেবে নাগরিক ঐক্য। ইতিমধ্যে ১১৮টি বিষয়ে একমত হয়েছে দলটি। বুধবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানায় দলটি।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, ‘দলের জায়গা থেকে যতগুলো বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হওয়া যায়, আমরা প্রস্তুত আছি। আমরা আগেরবারও আলোচনার পর বেশকিছু জায়গায় ছাড় দিয়েছি। তখন আমরা ১১৪টি বিষয়ে একমত ছিলাম, এবার বসার আগেই ১১৮টি বিষয়ে একমত হয়েছি। এবারও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সর্বোচ্চ যতগুলো জায়গায় ছাড় দেয়া যায়, ছাড় দিয়ে যতগুলো বিষয়ে একমত হতে পারি, সেই চেষ্টা করে যাবো।’
সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ‘দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আলোচনা করেছি। ৩৮টি বিষয়ে দ্বিমত পোষণ করলেও আজকের আলোচনার মধ্য দিয়ে মতপার্থক্য অনেকটাই নিরসন হয়েছে।’
যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের বলেন, ‘ঐক্যমত্য কমিশনের সঙ্গে ৫টি সংস্কার বিষয়ে বসেছি। গতবার আমাদের আলোচনার বিষয় ছিলো-সাংবিধানিক সংস্কার ও দুর্নীতি দমন কমিশন সংস্থার বিষয়ে। আজকে নির্বাচনব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ ও জনপ্রশাসন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে নির্বাচনব্যবস্থা নিয়ে বেশি আলোচনা করেছি। অনেকগুলো বিষয়ে আগে তাদের সঙ্গে একমত ছিলাম না, এবার আলোচনার মাধ্যমে একমত হয়েছি।’
সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আরো বলেন, ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত ছিলাম না। এখন আমরা ঐকমত্য কমিশনের যুক্তি বিবেচনা করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছি। আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই, এটি সংস্কারের কথাও বলেছি। আজকে নির্বাচনব্যবস্থা সংস্কারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে তাদের প্রস্তাবনা ছিলো উচ্চকক্ষের ১০০ জনের মধ্যে ৫০ শতাংশ সিভিল সোসাইটি থেকে এবং বাকি ৫০ শতাংশ রাজনৈতিক দলগুলো থেকে আসবে। আমরা এখানে একমত হতে পারিনি। আমরা বলেছি, এখানে আলাদা করে ৫০ শতাংশ সিভিল সোসাইটির জন্য করলে দেশ একটা শক্তিশালী সিভিল সোসাইটি হারাবে।’
ওই বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।