অনলাইন
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
মোহাম্মদপুরে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩
স্টাফ রিপোর্টার
(১৯ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মোছা. ফাতেমা বেগম (৪০), মোছা. সাদিয়া আক্তার (২০) ও মোছা. ইসরাত(১১)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে চন্দ্রিমা উদ্যান এলাকায় স্বামী ইসমাইলের সঙ্গে ভাড়া থাকেন ফাতেমা।
দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘ভোরের দিকে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আমার বোন ফাতেমা তার মেয়ে সাদিয়া এবং সাদিয়ার মেয়ে ইসরাত দগ্ধ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘ফাতেমার শরীরের ৭ শতাংশ, সাদিয়ার ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ইসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।