অনলাইন
অপারেশন সিঁদুর: ভারত উত্তরের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে
মানবজমিন ডিজিটাল
(২১ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন

বুধবার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, যে বিমানবন্দরগুলোতে প্রভাব পড়ছে তার মধ্যে রয়েছে ধর্মশালা (হিমাচল প্রদেশ), লেহ, জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), অমৃতসর (পাঞ্জাব), বিকানীর (রাজস্থান) এবং দিল্লি এনসিআরের হিন্ডন। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমান সংস্থা বিমান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বিষয়ে জানিয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’’ এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল, সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।’’ ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে, ‘‘পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমান নামবেও না। বিমানবন্দরে পৌঁছোনোর আগে আপনারা বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন।’’ পরে জোধপুর এবং বিকানেরের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো। আকাসা এয়ারও একটি বিবৃতি জারি করে বলেছে যে শ্রীনগর বিমানবন্দর বন্ধ রয়েছে যার কারণে তাদের শ্রীনগরগামী এবং শ্রীনগর থেকে আসা সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ভারত ২২ এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ার প্রকৃতি স্পষ্ট করে বলেছে, 'আমাদের পদক্ষেপগুলো কেন্দ্রীভূত, পরিমিত এবং অ-উত্তেজনাপূর্ণ প্রকৃতির। পাকিস্তানের কোনো সামরিক পরিকাঠামোকে টার্গেট করা হয়নি। ভারত লক্ষ্যমাত্রা নির্বাচন এবং বাস্তবায়নের পদ্ধতিতে যথেষ্ট সংযম দেখিয়েছে।'
সূত্র : হিন্দুস্থান টাইমস