বিনোদন
কনসার্টে ফিরছেন কুমার বিশ্বজিৎ
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড়। সেই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও তাকে যেতে হচ্ছে দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে। তিন বছরের বেশি সময় ধরে তার চিকিৎসা চলছে। কুমার বিশ্বজিৎ ও তার সহধর্মিণী অপেক্ষা করছেন নিবিড়ের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার। বিশ্বজিৎ জানান, নিবিড় এখনো কথা বলতে পারে না। তবে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। আমাদের চিনতে পারে, দেখার পর কিছুটা হাসে আবার আমরা চলে এলে কান্না করে। সুস্থতার জন্য আরও সময় লাগবে। এদিকে ছেলের এমন অবস্থায় গান থেকে অনেকটা দূরেই ছিলেন কুমার বিশ্বজিৎ। দেশেও এরমধ্যে কম এসেছেন। ছেলের সঙ্গেই ছায়ার মতো ছিলেন তিনি। তবে চলতি বছর থেকেই নিয়মিত কনসার্ট করার পরিকল্পনা করেছেন এ শিল্পী। এরমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, প্যারিস ও নিউজিল্যান্ডে গাইবেন তিনি। কুমার বিশ্বজিৎ জানান, আগামী ২২শে জুন কানাডার টরন্টোতে একটি কনসার্টে গাইবো। পরের মাসেই প্যারিসে গাইবো। পাশাপাশি নিউজিল্যান্ডেও কনসার্ট নিয়ে কথা চলছে। আগস্টে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্টে গাইবো। এরমধ্যে ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১শে আগস্ট ব্রিসবেনে এবং ৬ই সেপ্টেম্বর পার্থে গান গাইবো। কুমার বিশ্বজিৎ বলেন, ইচ্ছা রয়েছে এখন থেকে নিয়মিত কনসার্ট করবো। পাশাপাশি দেশেও কনসার্ট শুরুর কথা ভাবছি। নতুন বেশ কিছু গানও জমা হয়েছে। সেগুলোতে কণ্ঠ দেয়া বাকি। আসলে নিবিড়ের এমন অবস্থায় এতদিন গানে ফেরার মানসিকতা ছিল না। এখন ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সবাই দোয়া করবেন যেন দ্রুতই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে ছেলেটা।