বিনোদন
কুকুরের কামড়ে হাসপাতালে পূর্বা
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মডেল পূর্বাকে। জানা গেছে, এক জার্মান শেফার্ড কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। পূর্বা জানান, প্রথমদিকে কুকুরটিকে বেশ শান্ত মনে হলেও ৫ই এপ্রিল সে আক্রমণ করে বসে। তার মুখে আঁচড় দেয় এবং পেটে কামড় দেয় বলেও জানান তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখন বিপদমুক্ত তিনি।