বিনোদন
একসঙ্গে জোভান-আইশা
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০:৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবাসার নাম মিসিসিপি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা খান। গল্পে দেখা যাবে, আইসিইউ’র সামনে বসে মায়ের জন্য প্রার্থনা করছে ভোর। পাশে বসা মেয়েটির নাম মিসিসিপি। কেউ কাউকে চেনে না। ভোর মিসিসিপিকে জিজ্ঞাসা করে তার মায়ের অবস্থা। সে জানায় তার মা কোমায়। এভাবেই এগিয়ে যায় গল্প।