বিনোদন
পর পর দুই ঈদে মোশাররফ করিম
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
গেল ঈদে শাকিব খান, আরিফিন শুভ ও সিয়াম আহমেদের সঙ্গে মুক্তি পায় গুণী অভিনেতা মোশাররফ করিমের ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত এ ছবিটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ। এবার ফের চমক তৈরি করছেন মোশাররফ। কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ক্যারিয়ারে এবারই প্রথম পর পর দুই ঈদে এ অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে। তাও আবার একেবারেই নতুন রূপে। এরইমধ্যে নতুন সিনেমার ঝলক দেখিয়েছেন তিনি। তার নতুন সিনেমার নাম ‘ইনসাফ’। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এই প্রথম অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন মোশাররফ করিম, যা বিস্মিত করেছে নেটিজেনদের। কারণ এমন লুকে এ অভিনেতাকে আগে কখনো দেখা যায়নি। একদিন আগেই ছবিটির লুক পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে বিধ্বংসী রূপে মোশাররফকে দেখা যায়। পরিচালক সঞ্জয় পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ইনসাফ’র শক্তিধর এক প্রতিভাবান ও লিজেন্ডারি অভিনেতার সঙ্গে পরিচয় করিয়ে দেই, যিনি মোশাররফ করিম। এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! কোরবানির ঈদে শাকিব খান, আরিফিন শুভদের সিনেমা মুক্তি পাবে। তার ভেতরই মোশাররফের এই ছবি চমক তৈরি করতে পারে বলেও মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।