বিনোদন
তৌসিফের আফসোস
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’তে (সিসিটি) অংশ নিতে প্র্যাকটিস সেশনে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আঙ্গুুল ফুলে গেছে, সঙ্গে জ্বরও আছে। চোট প্রসঙ্গে তৌসিফ বলেন, ডান হাতের আঙ্গুলে মারাত্মক আঘাত পেয়েছি। সঙ্গে জ্বরও আছে। তিনি বলেন, কাঠের বলে আমার কখনো খেলা হয়নি, সে চর্চাও নেই। তাই বুঝতে পারিনি। আফসোস এই যে, খেলতে পারলাম না টুর্নামেন্টটা।