বিনোদন
স্মৃতিতে ডুব
বিনোদন ডেস্ক
৬ মে ২০২৫, মঙ্গলবার
পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে রংমিলান্তি নেটের ব্লাউজ। সঙ্গে হালকা মেকআপ, হালকা লিপস্টিক, খোলা চুলে নজর কাড়ছেন মিমি চক্রবর্তী। তার স্নিগ্ধতায় মুগ্ধ প্রায় সকলেই। তবে, তার ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের। ইনস্টাগ্রামে এমনই কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে মিমি লিখেছেন, চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া। তার এই ক্যাপশন দেখে প্রশ্ন উঠেছে কার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী। কাউকে কি তিনি মিস করছেন? আবার নেটিজেনদের কেউ কেউ একধাপ এগিয়ে ভাবছেন। অনেকেই ভাবছেন- হয়তো কারও সঙ্গে চার হাত এক হতে চলেছে মিমির। এই ছবি দেখে বেশির ভাগ মানুষ দাবি করেছে পরীর মতো দেখতে লাগছে নায়িকাকে। কেউ কেউ তো আবার এই ছবিগুলো যিনি তুলেছেন, তার কপাল নিয়ে হিংসা করছেন। বলছেন, ইস্ ক্যামেরার ওপ্রান্তে থাকতে পারলে কি না ভালো হতো। প্রসঙ্গত, গত মার্চ মাসেই মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ডাইনি’। সেই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছে। তবে, পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ভিডিওতে তৈরি হয়েছিল বিতর্ক। ঠোঁট ফিলার করিয়ে মিমির বিরুদ্ধে ভালো করে সংলাপ বলতে না পারার অভিযোগ এনেছিলেন পরমা। মিমি এ বিষয়ে কিছু বলেননি। শুধু লিপস্টিক লাগানোর ছবি পোস্ট করেছিলেন। তাই দেখে একাংশের অনুমান নায়িকা সম্ভবত কথা না বাড়িয়ে নিজের মতো করে উত্তর দিয়েছেন। তবে, সেসব বিতর্ক এখন অতীত। আপাতত খোশ মেজাজে আছেন এই নায়িকা।