বিনোদন
অধরার অন্যরকম দিন
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
অনেকটা সময় ধরেই চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান কানাডায় অবস্থান করছেন। তার ছোট বোন কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসাও রয়েছে। বেশ ক’জন আত্মীয়স্বজনের পাশাপাশি অধরার প্রিয় মানুষটিও থাকেন সেখানে। এদিকে, গতকাল ছিল এ নায়িকার জন্মদিন। তাই সবমিলিয়ে অন্যরকম একটি দিন সেখানে তিনি পার করেছেন। জন্মদিনে হুট করেই চমক পেলেন প্রিয় মানুষের কাছ থেকে। সেই চমকেই রঙিন হয়ে ওঠে অধরার বিশেষ দিন। এ নায়িকা বলেন, কানাডায় আসার পর কেবল এদেশের খাবারই খাচ্ছিলাম। বাঙালি খাবারের জন্য মনটা অস্থির হয়ে উঠেছিল। এরমধ্যেই প্রিয় মানুষ ফয়সাল মধ্যরাতে আমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে এসে চমকে দিলো। সে যে এত ভালো রান্না করে আবার উপলব্ধি করলাম। ও জানে আমি খাবারের ব্যাপারে খুঁতখুঁতে। গরুর এই রেসিপিটাও আমার পছন্দের। আমি ভীষণ পছন্দ করি। ফলে সেরকম করেই সে রান্নাটা করেছে। সবমিলিয়ে জন্মদিনের শুরুতেই এটি ছিল আমার জন্য অন্যরকম ভালোলাগার ব্যাপার।