বিনোদন
সমালোচনার জবাবে যা বললেন মিম
স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল মারিয়া মিম। ২০১২ সালে ভালোবেসে অভিনেতা সিদ্দিককে বিয়ে করেন তিনি। যদিও ২০১৯ সালে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে সিঙ্গেল এই মডেল-অভিনেত্রী। সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নিজেকে আরও খোলামেলা রূপে উপস্থাপন করেন মিম। সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি। এ নিয়ে সমালোচনাও সহ্য করতে হয় তাকে। তবে মারিয়া নিজের ইচ্ছামতোই চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি সেলিব্রেটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। সেখানে পোশাক নিয়ে সমালোচনার বিষয়টি নিয়ে তিনি বলেন, আমি ওয়েস্টার্ন পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এ নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে। আর বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা পরলে সেটা ভালো লাগে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়।