বিনোদন
উরফিকে নিয়ে জল্পনা
বিনোদন ডেস্ক
৭ মে ২০২৫, বুধবার
নেটপাড়ার আলোচনার কেন্দ্রে থাকতে ভালোবাসেন উরফি জাভেদ। উদ্ভট পোশাকের জন্য বারবার চর্চায় উঠে আসেন তিনি। এবার মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরের সিঁড়িতে হাঁটু গেড়ে উঠতে দেখা যায় তাকে। পরনে ডেনিম প্যান্ট ও টিশার্ট, মাথায় কালো ওড়না জড়িয়ে নেন উরফি। এটা দেখে সমাজমাধ্যমে তাকে নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, অভিনয় করছেন উরফি। নতুন করে আলোচনায় আসতেই তার এমন কাণ্ড!