অনলাইন
তীব্র রোদ উপেক্ষা করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে কাকলী মোড়ে নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে তীব্র রোদ উপেক্ষা করে রাজধানীর কাকলী মোড়ে অপেক্ষা করছেন হাজার হাজার নেতাকর্মী। এর আগে প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্স মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন খালেদা জিয়ার নামে। নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন নানা ধরনের ব্যানার, পোস্টার হাতে।
এদিকে সড়কে যাতে যানজট না হয় সেজন্য বারবার মাইকে দেয়া হচ্ছে ঘোষণা। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবকরা সড়ক থেকে সরিয়ে দিচ্ছেন নেতাকর্মীদের।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রী লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং যেখানে ১৭ দিন চিকিৎসা নেন। এরপর গত ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।