অনলাইন
ফিরোজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৪ অপরাহ্ন

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। ইতিমধ্যে রাজধানীর গুলশানে তার নিজ বাসা ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
ওদিকে ফিরোজার সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। দিচ্ছেন বিভিন্ন স্লোগান। মঙ্গলবার সরজমিনে এসব চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি আটকে দেয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
‘ফিরোজা’র সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন শত শত নেতাকর্মী। খালেদা জিয়ার দেশে ফেরার আবেগে-উৎসবে মেতে উঠেছেন নেতা-কর্মীরা।
দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতা-কর্মীদের অনেকে বলছেন, ‘দেশনেত্রী ফিরছেন—এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’ কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভে আছেন ফিরোজার সামনে থেকে।