ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আড়াইঘণ্টা পর বাসায় পৌঁছালেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

(৯ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন

mzamin

বাসায় পৌঁছালেন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিমানবন্দর থেকে আড়াইঘণ্টা পর রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা সেরে এগারোটার কিছু পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পথে তাকে অভ্যর্থনা জানান লাখো নেতাকর্মী। সিক্ত হন তাদের শুভেচ্ছায়।

দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন নেতারা। প্রিয় নেত্রীকে দেখতে তারা অপেক্ষা করেন দীর্ঘ সময়। কারো হাতে খালেদা জিয়ার ছবি, কারো হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, জাতীয় এবং দলীয় পতাকা হাতেও আসেন কেউ কেউ। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসায় পৌঁছানোর পথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় নেতাকর্মীদের ভিড় সামলাতে ট্রাফিক পুলিশও তৎপর ছিল। বিএনপি এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়, নেতাকর্মীরা যাতে সড়কে অবস্থান না করে ফুটপাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ান। 

 

 

খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে এলেন প্রায় ১৭ বছর পর। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার এই ফেরা নিয়েও স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। গতকাল বাংলাদেশ সময় রাত নয়টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে পৌঁছে দেন তারেক রহমান। মাকে বিদায় জানানোর সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় খালেদা জিয়াকে। তিনি সবার সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে বিমানে উঠেন। 

ওদিকে বিএনপি চেয়াপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়। অন্যদিকে জুবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাসা ‘মাহবুব ভবনে’ উঠবেন। তার জন্য নতুন করে বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।

গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫শে জানুয়ারি খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। বাসা থেকেই লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা দেন। নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বার বার চিকিৎসকরা পরামর্শ দিলেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে সেই অনুমতি দেয়া হয়নি।

পাঠকের মতামত

আজ মনে হলো অনেক দিন পর বাংলাদেশের মানুষগুলো আনন্দে উদ্বেলিত উচ্ছসিত। প্রত্যেকের চোখে মুখে হাসি। অনেক বছর পর আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন।

আহম্মেদ হোসেন
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৬:৫৮ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ।

Mahiuddin molla
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৬:২০ অপরাহ্ন

আমাদের বেগম জিয়া দেশে ফিরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

সিরু
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

একজন দেশপ্রমিকের প্রত্যাবর্তন

মাসুম
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন

সহি সালামতে দেশের মাটিতে ফিরেছেন জেনে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

Alfu Miah
৬ মে ২০২৫, মঙ্গলবার, ২:৪২ অপরাহ্ন

বলুন, 'হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশালী। সুরা আলে ইমরান। বেগম খালেদা জিয়া'র সার্বিক সুস্থতা কামনা করছি।

Zahed Anwar
৬ মে ২০২৫, মঙ্গলবার, ২:২৪ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ

মোঃ নুরুল কবির
৬ মে ২০২৫, মঙ্গলবার, ২:১৮ অপরাহ্ন

আল্লাহ্ রহমতে সুস্থ ভাবে পিরে আসুন, সারা বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়।

আব্দুল ওয়াজেদ মুন্সী
৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:১৩ পূর্বাহ্ন

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বেগম খালেদা জিয়ার দেশে পৌঁছানো নিয়ে সবাই খুব উদ্বেগে ছিলেন। সহি সালামতে দেশের মাটিতে ফিরেছেন জেনে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

মোহাম্মদ আলী রিফাই
৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন

Welcome back the legendary lady of Bangladesh politics.

Fazle Ahmed
৬ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status