বিনোদন
একসঙ্গে বেলাল-কর্নিয়া
স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার
প্রথমবারের মতো একটি গানচিত্র নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও জাকিয়া সুলতানা কর্নিয়া। গানের শিরোনাম ‘তুমি ছাড়া নেই আলো’। নাটক-সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের একত্রে ভিজ্যুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি। ‘তুমি ছাড়া নেই আলো’ গানটির কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনির। এ ছাড়া, মেলোডি রোমান্টিক এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। বেলাল খান গানটি প্রসঙ্গে বলেন, অনেকদিন ধরেই দর্শকদের চাওয়া ছিল- আমার প্রথম দিকের মেলোডি রোমান্টিক গানগুলোর মতো নতুন গান করা। আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবেন দর্শকরা। এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, বেলাল ভাইয়ের গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনই স্পেশাল। অনেকদিন পরে আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ করেছি। গানটি বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।