বিনোদন
‘দিওয়ানা’ নিয়ে হাজির তসিবা
স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার
ঈদের পর এবার নতুন গান নিয়ে হাজির হলেন হালের আলোচিত কণ্ঠশিল্পী তসিবা বেগম। ‘দিওয়ানা’ শীর্ষক এই সিলেটি গানটির কথা ও সুর করেছেন বাতিজা আকাশ। সংগীতায়োজন করেছেন সোহান রহমান। গানটি সম্প্রতি প্রকাশ হয়েছে তসিবার নিজের ইউটিউব চ্যানেলে। এ শিল্পী বলেন, গানটি বেশ মজার কথা-সুরের। ভিডিওটা তেমন করেই করা হয়েছে। আশা করছি, ভালো লাগবে সবার।