অর্থ-বাণিজ্য
বিজিএমইএ ২০২৫-২৭ নির্বাচনে সম্মিলিত পরিষদের ৪৩ প্রার্থী
অর্থনৈতিক রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

সম্মিলিত পরিষদ ২০২৫-২৭ মেয়াদের জন্য বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিতে ৪৩ জন প্রার্থীর পক্ষে ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, প্যানেল নেতা দুইটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬টি পরিচালক পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী এবং চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে ১০টি মনোনয়নপত্র জমা হয়েছে।
২৬শে এপ্রিল উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশে সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এবং চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামের নেতৃত্বে প্যানেল সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।
সম্মিলিত পরিষদের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- ফারুক হাসান, বিজিএমইএর সাবেক সভাপতি ও জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ও ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; আব্দুল্লাহ হিল রাকিব, বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ফোর-এ ইয়ার্ন ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মিরান আলী, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও মিসামী গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মো. মশিউল আজম, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও পশমি সুয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; আসিফ আশরাফ, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও উর্মি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; ফিরোজ আলম, তুসুকা অ্যাপারেলস লিমিটেডের পরিচালক; তানভীর আহমেদ, গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মো. আশিকুর রহমান (তুহিন), মায়া’স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; এম. কাফিল উদ্দিন আহমেদ, জেএফকে ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; তামান্না ফারুক থিমা, বিজি কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মহিউদ্দিন রুবেল, ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; মো. শাহাদাত হোসেন, ফর্টিস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া রয়েছেন- আবরার হোসেন সায়েম (সায়েম ফ্যাশনস লিমিটেড), শামস মাহমুদ (শাশা গার্মেন্টস লিমিটেড), মোহাম্মদ সোহেল সাদাত (শিন শিন অ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ আকতারুজ্জামান (এনট্রাস্ট ফ্যাশনস লিমিটেড), মো. রেজাউল আলম (গালপেক্স লিমিটেড), মুস্তাজিরুল শোভন ইসলাম (স্প্যারো অ্যাপারেলস লিমিটেড), লিথি মুনতাহা মহিউদ্দিন (লিথি অ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ কামাল উদ্দিন (টর্ক ফ্যাশনস লিমিটেড), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর (টিএমএস ফ্যাশনস লিমিটেড), মির্জা ফাইয়াজ হোসেন (অ্যাপারেলস ভিলেজ লিমিটেড), মো. নুরুল ইসলাম (বিটুবি এক্সেলেন্স লিমিটেড), হেলাল উদ্দিন আহমেদ (ডেনিম অ্যাটায়ার্স লিমিটেড), একেএম আজিমুল হক (জোভিয়ান সোয়েটার লিমিটেড), ইমরুল আনোয়ার (কোজিমা লিরিক গার্মেন্টস লিমিটেড), এস এম মনিরুজ্জামান মিমো (কটন জোন টেক্সটাইল লিমিটেড), মোহাম্মদ রাশেদুর রহমান (পুলম্যান নিটওয়্যার লিমিটেড), মো. ফরুক হোসেন (রিপন নিটওয়্যার লিমিটেড), সৈয়দ সাদেক আহমেদ (স্পেস সুয়েটার্স লিমিটেড) এবং মঞ্জুরুল ফয়সাল হক (টেক ম্যাক্স লিমিটেড)।
চট্টগ্রাম অঞ্চল থেকে ১০ জন প্রার্থী
চট্টগ্রাম অঞ্চলের সম্মিলিত পরিষদ প্যানেল নেতা ও ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- রাকিবুল আলম চৌধুরী (এইচকেএফ লিমিটেড এবং অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক), অঞ্জন শেখর দাস (আর.এ.এন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস লিমিটেড), নাফিদ নাবি (বিএসএ অ্যাপারেলস লিমিটেড), সৈয়দ মোহাম্মদ তানভীর (প্যাসিফিক জিন্স লিমিটেড), মোস্তফা সারোয়ার রিয়াদ (আরডিএম অ্যাপারেলস লিমিটেড), মো. আবসার হোসেন (টপ স্টার ফ্যাশন লিমিটেড), গাজী মো. শহীদ উল্লাহ (সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) এবং রাকিব বিন তৌহিদ চৌধুরী (জেরাট শার্ট লিমিটেড)।
নির্বাচনী সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ই মে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ই মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১শে মে, একই সময়ে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সম্মিলিত পরিষদের প্যানেল নেতা মো. আবুল কালাম পোশাক খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তারা একটি সুগঠিত, অংশগ্রহণমূলক এবং আরও শক্তিশালী বিজিএমইএ গঠনে নিরলসভাবে কাজ করবেন। প্যানেলের লক্ষ্য সদস্যদের স্বার্থ রক্ষা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক মালিকানা প্রতিষ্ঠায় সক্রিয় কৌশল গ্রহণ করা।
সম্মিলিত পরিষদ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ন্যায্য ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন ও আস্থার দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজিএমইএ ২০২৫-২৭ দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। এছাড়া বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।