ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলো ফোরাম জোট

অর্থনৈতিক রিপোর্টার

(১ দিন আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন ২০২৫-২৭ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফোরামের মনোনীত প্রার্থীরা। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে একযোগে উৎসবমুখর পরিবেশে ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ফোরামের নির্বাচনী প্যানেলের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। 
এদিকে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদও ফরম জমা দিয়েছেন। পাশাপাশি ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের সময় বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন দুই প্যানেলের প্রতিনিধিদের স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর দুইজন সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা ও আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ। আরও উপস্থিত ছিলেন বেনজির আহমেদ, শাহাদাত হোসেন কিরণ, বাবু বিশ্বাস, রহিম ফিরোজ, এবিএম শামসুদ্দিন, ইনামুল হক খান বাবলুসহ জোটের সিনিয়র নেতা ও অন্যান্য ফোরামের সদস্যরা।

দীর্ঘদিন ধরে পোশাক খাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা ফোরাম একটি সুসংগঠিত, জবাবদিহিতামূলক এবং আধুনিক বিজিএমইএ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচনে তাদের লক্ষ্য-সদস্যদের স্বার্থ সংরক্ষণ, উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কার্যকর কৌশল গ্রহণ।

মনোনয়নপত্র জমা দেয়ার পর মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল। তিনি বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রাধান্য পাবে। একই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন-রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ’র সদস্য হওয়ায় শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি। তিনি বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করেছে। এবারের প্যানেলে বেশির ভাগই তরুণ।

এদিকে ফরম জমা দিয়ে ইভিটেক্স ড্রেস শাট লিমিটেড পরিচালক শাহ রাঈদ চৌধুরী ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, ফোরামের পক্ষ থেকে আসন্ন বিজিএমইএ নির্বাচনের মনোনয়পত্র অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জমা দিয়েছি। এখন থেকে আমাদের নির্বাচনের পথচলা শুরু হলো। দেশের এই ক্রান্তিকালে, বিজিএমইএ’র মতো একটি শক্তিশালী সংগঠনকে সুদূর অগ্রগামী করতে একটি বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি দেশের এই গুরুত্বপূর্ণ সংগঠনকে আরো সুসংহত, শক্তিশালী ও বেগবান করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তাই আগামীদিনে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই সংগঠনকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো - এই প্রয়াসে আসন্ন নির্বাচনটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য হওয়া আমাদের সকলের কাম্য।

নির্বাচনের তফশিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ৩১শে মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক। গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status