ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে যেসব অনুরোধ জানালো বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা পোশাক শিল্পে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন।
২রা জুলাই রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়ে আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এসময় বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দৌজা চৌধুরী ও সদস্য মো. কামাল উদ্দিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ড. মোস্তফা আবিদ খান, এসএসজিপি, কম্পোনেন্ট ম্যানেজার-১; ড. মো. রেজাউল বাসার সিদ্দিকী, কম্পোনেন্ট ম্যানেজার-২ এসএসজিপি; নেছার আহমদ, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, এসএসজিপি; আবুল কালাম আজাদ, যুগ্মসচিব এবং মেহেদী মোশাররাফ ভূঁইয়া, কমিউনিকেশন স্পেশালিস্ট।
সাক্ষাৎকালে বিজিএমইএ নেতারা তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ব্যাংক সংক্রান্ত সমস্যাবলী, এনবিআর সংক্রান্ত বিষয়, শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতি ও নবায়নযোগ্য জ্বালানির জন্য করণীয়, চট্টগ্রাম বন্দরের দক্ষতা উন্নয়ন, ট্রেড লাইসেন্সসহ ইআরসি, আইআরসি এবং অন্যান্য লাইসেন্স নবায়নে জটিলতা দূরীকরণ ও অন্তত পাঁচ বছর মেয়াদি করা, রাজউক কর্তৃক ড্যাপের আওতায় এর আগে নির্মিত কারখানাগুলোর হয়রানি শিকার হওয়া এবং আরও নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৯ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে। অনেক সময়ে আর্থিক কারণে উদ্যোক্তা এই সময়ের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেন না।
ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৬ মাসে উন্নীত করার জন্য অনুরোধ জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, এটি করা হলে ৫০০-৬০০ পোশাক কারখানা ক্লাসিফায়েড ঋণ থেকে রক্ষা পাবে। তিনি আরও উল্লেখ করেন, বিশেষ নগদ সহায়তা ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ এবং বিকল্প নগদ সহায়তা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্পের রপ্তানি-আমদানি কার্যক্রমে কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গিয়ে শিল্পে উৎপাদন খরচ বেড়ে যায়, ব্যবসায়িক প্রক্রিয়াগুলোতেও অপ্রয়োজনীয় বিলম্ব হয়।
তিনি বলেন, বর্তমান বিশ্ববাণিজ্য প্রেক্ষাপটে লিড টাইম কমিয়ে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা অপরিহার্য। সিদ্ধান্ত হয় যে, এনবিআরের দক্ষতা বাড়ানো, বিশেষ করে কাস্টমস সংক্রান্ত নীতিগুলো শিল্পবান্ধব করার জন্য বিজিএমইএর পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেয়া হবে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির জন্যও বিজিএমইএ নেতারা অনুরোধ জানান।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল বলেন যে, পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার অপরিহার্য। তারা প্রস্তাবনা দিয়ে বলেন, পিপিপি ভিত্তিতে সরকারের খাস জমি এবং খাল-বিলগুলোতে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে স্থাপন করা হলে স্বল্প খরচে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
ড. আনিসুজ্জামান চৌধুরী বিজিএমইএ প্রতিনিধিদলের বক্তব্যগুলো নোট করে বলেন, সরকার পোশাক শিল্প সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত আছে এবং এ শিল্পকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করে যাবে।

 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status