ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

দেশের বাজারে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস আনছে ন্যামস মোটরস

অর্থনৈতিক রিপোর্টার

(১৬ ঘন্টা আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৫২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে বৈদ্যুতিক টু-হুইলার বাজারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ন্যামস্ মোটরস লিমিটেড। দেশের অটোমোটিভ খাতের এই সুপরিচিত প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ইভি ব্র্যান্ড হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস-এর একমাত্র পরিবেশক হিসেবে আগামী ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাজারে স্কুটারগুলো উন্মোচন করতে যাচ্ছে।
এই উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে হুয়াইহাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমে একটি লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

ন্যামস্ মোটরস্ লিমিটেড-এর হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জনাব মোকাম্মেল হোসেন ইভান বলেন, 'আমরা ইতোমধ্যে প্রথম ব্যাচের স্কুটার অ্যাসেম্বল ও টেস্টিং সম্পন্ন করেছি। আমরা ভোক্তাদের এমন একটি প্রোডাক্ট দিতে চাই যেখানে যা দীর্ঘস্থায়ী ও গুনগতমান সম্পন্ন।'

হুয়াইহাই স্কুটারগুলোতে ব্যবহৃত হচ্ছে গ্রাফিন ও লিথিয়াম ব্যাটারির প্রযুক্তি, যা পারফরম্যান্সে শক্তিশালী, দীর্ঘস্থায়ী লাইফ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী।

প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি চালিত বাইকের বিকল্প হিসেবে এসব স্কুটার শহরাঞ্চলের পরিবেশবান্ধব ও কম খরচের যানবাহন হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এছাড়া ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ন্যামস্ মোটরস্ লিমিটেড সারাদেশে ডিলার ও সার্ভিস পয়েন্টের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।

উল্লেখ্য, বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে বিশ্বের প্রায় সব দেশ। বাংলাদেশেও ক্রমবর্ধমান জ্বালানির সংকট ও ঊর্দ্ধ মূল্যের প্রেক্ষাপটে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status