ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

পরীক্ষামূলকভাবে চালু স্টারলিংক: দুর্দান্ত ইন্টারনেট যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী সবাই এই সেবা ব্যবহার করতে পারছেন। সেবা গ্রহণকারীরা স্টারলিং এর ইন্টারনেটের গতিতে সন্তোষ প্রকাশ করেন সবাই এবং বলেন, দুর্দান্ত এই ইন্টারনেট সেবা। সেই সঙ্গে ড. মোহাম্মদ ইউনুসকেও ধন্যবাদ জানান তারা।

এ ছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হয় সম্মেলনের কার্যক্রম।

এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গত ২৯ মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।এদিকে বুধবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হলো আজ থেকে।’

পাঠকের মতামত

যারা বিশ্ব দেখেনি তারা করবে সমালোচনা ! থ্যাংক ইউ প্রধান উপদেষ্টা !!

Mortuza
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:০৩ অপরাহ্ন

ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে, খাজা টাওয়ারে পলকে পলকে আগুন। এই ধরনের উদ্ভাট বক্তৃতা পলক সাহেব তথা হাসু আপা আর দিতে পারবেন না এবার কোন সরকার নেট বন্ধ করতে পারবে না

MD SAIFULLAH
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৫৫ অপরাহ্ন

সবই ব্যাবসা। কেউ করে হাওয়ার ব্যাবসা, কেউ করে পানির ব্যাবসা, কেউ করে সামাজিক ব্যাবসা। কেউ আপনাকে ফ্রী খাওয়াবে না।

Mohsin
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

বিষয়টি খুবই উৎসাহব্যঞ্জক। বাংলাদেশে ব্রডব্যান্ড এর ইন্টারনেটের গতি খুবই ধীর। স্টারলিং বোধকরি উচ্চ গতির ইন্টারনেট দিতে সক্ষম। কিন্তু আমরা আমজনতা স্বল্প মূল্যে কি ভাবে এই সুবিধা পাবো! নিশ্চয়ই সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের নিয়ে ভাবছেন?

Harun Rashid
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন

স্টার লিংক বাংলাদেশের জনগণ যদি ব্যবহার করে তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট হাসিনাকে দেওয়া হোক। সে তার পোলার সাথে ইন্টারনেট নেটওয়ার্ক দিয়ে চুরি করা টাকা পয়সার হিসাব নিকাশ করবে।

Khokon
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৩১ অপরাহ্ন

খরচ কেমন পরবে? সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে? এটা কি তারবিহীন?

আবদুল নাইম
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৪৪ অপরাহ্ন

ষ্টারলিংকের ইন্টারনেট সুবিধা বাংলাদেশের অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে যাবে। সুভ কামনা রইল।

SM. Rafiqul Islam
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status