বাংলারজমিন
দিরাইয়ে মেম্বারের মামলায় চেয়ারম্যান কারাগারে
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, শুক্রবার
সরকারি বিভিন্ন বরাদ্দের বণ্টন নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সাইদ আহমদ খছরুর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক বদরুল আলম বলেন, দিরাইয়ের একটি মামলায় একজন ইউপি চেয়ারম্যান গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। জানা যায়, সরকারি বিভিন্ন বরাদ্দ ও বন্যার্তদের অনুদানের চালের বণ্টন নিয়ে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও মেম্বার সাইদ আহমদ খছরু বিরোধে জড়ান। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কয়েকজন সদস্য ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন। এরই জেরে গত ২৫শে জুন দুই পক্ষের সংঘর্ষে মেম্বার সাইদ আহমদ খছরু ও চেয়ারম্যানের ভাই আজহারুল ইসলাম আহত হন। এরপর গত ৮ই জুলাই ফের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এ সব ঘটনায় দুই পক্ষ আদালতে মামলা দায়ের করে। গতকাল সাইদ আহমদ খছরুর দায়ের করা একটি মামলায় চেয়ারম্যান আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]